সংবাদ শিরোনাম:

কালিয়াকৈর পৌর এলাকায় রাস্তায়  প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান নির্মাণ করার তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

স্টাফ রিপোর্টার:

গাজীপুর জেলাধীন কালিয়াকৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সফিপুর উত্তরপাড়া এলাকায় জন চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকানপাট এবং বারান্দা নির্মাণ করা সম্পর্কে জানতে চাইলে এ ঘটনা ঘটে।
তথ্যসূত্রে জানা যায় কালিয়াকৈর পৌরসভার অধীন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা দেওয়ান বুলবুল আহাম্মেদ বুলু পিতা মৃত দেওয়ান সেলিম রাস্তার উপর  বাম পাশে দোকানের উপর ৬ ফিট টিনের বারান্দা এবং রাস্তার উপর  পূর্বপাশে একটি দোকান ঘর নির্মাণ করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন এবং দৈনিক বাংলাদেশ সমাচার ঢাকা বিভাগীয় রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম এই সম্পর্কে তথ্য জানতে চাইলে দেওয়ান বুলবুল আহমেদ বুলু তার পালিত সন্ত্রাসী সুইজ বাবু পিতা অজ্ঞাত এবং তার বাসার ভাড়াটিয়া শাহ আলম পিতা অজ্ঞাত  কে নির্দেশ দেন এই সাংবাদিক যদি এই  বিষয়ে বেশি জিজ্ঞাসাবাদ  করে তাহলে তাকে হাত পা ভেঙ্গে খুন করে ফেলবি। তখন  সাংবাদিক জাহাঙ্গীর আলম কে শাহ আলম বলে আমারে চিনস আমার বাড়ি বরিশাল। একবারে ভইরা দিয়া বরিশাল জামু গিয়া কিছু ছিঁড়তে পারবি না।
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভা ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আহাদ আলীর কাছে জানতে চাইলে জানান আমি ঢাকার বাহিরে আছি বিস্তারিত জেনে পরে জানাবো।
এ বিষয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম থানায় একটি অভিযোগ করেন ।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *