সংবাদ শিরোনাম:

লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোহাম্মদ আবদুল মতিন:

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে,খাবার খাবো পুষ্টি গুনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী আনুষ্ঠানিক ভাবে এই মহতি কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী কামরুল হাসান শাহীন,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মহিউস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.ফাহমিদা আকতার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিৎ সেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক প্রমুখ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টিমানে” এ প্রতিপাদ্যকে মাননে প্রতিপালনসহ আমাদের সুস্থ্য সবল নাগরিক গড়ে তুলতে হবে এবং মা ও শিশুর যত্নের পাশাপাশি তাদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। এজন্য সরকার “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টিগুনে” স্লোগানটি বাস্তবায়নে সপ্তাহব্যপি সারাদেশে স্বাস্থ্য সংশ্লীষ্ট সকল দপ্তরের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে। পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়ার উদ্ভুদ্ধ করণ এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মহিউস সালাম উদ্বোধনী বক্তব্যে এ আহবান জানান। এ ছাড়া লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা অলি হায়দার,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.ফাহমিদা আকতার প্রমুখ পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং মহতি কর্মসূচীর সাফাল্য কামনা করেন। কর্মসূচী আগামী কাল থেকে ১৫ মে-২০২৪ পর্যন্ত্য উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে প্রতিপালন করা হবে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *