সংবাদ শিরোনাম:

চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় খবর পেয়ে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এ সময় পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ৬ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুকবুল হোসেনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে জেলেদের চাল বিতরণের সময় নিবন্ধিত জেলেরা চাল না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সেলিম খানকে ঘিরে রাখেন। এ সময় চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। এতে পুলিশের এসআই মুকবুল হোসেন, এএসআই কার্তিক চন্দ্র নাথ, কনস্টেবল মারুফ, আপেল, ফারুক ও জেলেসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম বলেন, ‘আমরা সেখানে হামলার ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ পাঠাই। এ সময় আমাদের ওপর চারপাশ থেকে হামলা চালানো হয়। বাধ্য হয়ে ফাঁকা গুলি ছোড়া হয়। পরে দেশি অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় আমাদের একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে অন্য কেউ আহত আছে কিনা জানা নেই। আমরা এখনও ঘটনাস্থলে আছি। তবে কাউকে আটক করা হয়নি।’

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *