নিজস্ব প্রতিনিধি:
শুদ্ধাচার ও সুশাসন নিশ্চিত করাসহ পাঁচটি বিষয় নিয়ে সচিবদের নিয়ে বৈঠকে বসবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সব বিভাগের সচিব উপস্থিত থাকবেন।
সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ফাঁস হওয়ার প্রেক্ষিতে আজকের সচিব সভাটি খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ আজকের সচিব সভায় এ বিষয়টি গুরুত্ব পাবে।
উল্লেখ্য, এটি বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত দ্বিতীয় সভা। ১১ জানুয়ারি সরকার গঠনের পর প্রথম সচিব সভাটি হয়েছিল ৫ ফেব্রুয়ারি। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও আজকের সভায় সভাপতিত্ব করবেন কেবিনেট সচিব মাহবুব হোসেন।
জানা গেছে প্রধানমন্ত্রীর নির্দেশে আজকের সভাটি অনুসঠিত হচ্ছে।