সংবাদ শিরোনাম:

১৭-২০-গ্রেড সরকারী কর্মচারী সমিতির সভাপতি রফিক, সম্পাদক নূর আলম

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

তাইজুল ইসলাম সবুজ:

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী মোঃ রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের কর্মচারী মোহা: নূর আলম।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম।
কমিটির অন্যরা হলেন- নির্বাহী সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রহিম,জহিরুল ইসলাম খান, দীন মোহাম্মদ, জাহাঙ্গীর আলম,নূর মোহাম্মদ,ইয়াসিন, শেখ আসাদুজ্জামান,সাইফুল ইসলাম, মোঃ বাদল হোসেন, মোঃ মিরাজ হোসেন, মোহাম্মদ আলী, বাবু খান কিশোর। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন-মোঃ শাহজাহান সিরাজ সম্রাট,মোঃ মশিউর রহমান, জামাল হোসেন, মেহেদী হাসান সুমন, মোঃ ফারুক হোসেন, শফিকুল ইসলাম খান, মোঃ নূরে আলম রনি, মোঃ রেজাউল করিম, লুৎফর রহমান, ছমির আহমেদ রতন। সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল আলম (রাশেদ),
সরোয়ার আলম, মোঃ ওমর আলী, মোঃ শফিকুল ইসলাম, রমিজ উদ্দিন, ফয়সাল আহম্মেদ,সামসুজ্জামান খান ও ইমন। কোষাধ্যক্ষ মোঃ আমির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হোসেন বুলবুল।
মহিলা সম্পাদিকা, মোছাঃ হোসনে আরা পারভীন, সম্পারানী সিংহ,আলেয়া বেগম। প্রচার সম্পাদক নন্দলাল নন্দ, কার্য নির্বাহী সদস্য মোঃ সজল, মোঃ জাফর, অপু, আল আমিন, মোঃ রূহুল আমীন, মোঃ আঃ আজিজ,কারী নুরুল ইসলাম নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে নেতারা সরকারের কাছে ৫ দফা দাবি জানান। বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখা, সর্বনি¤œ বেতন ২৫ হাজার টাকা নির্ধারণ করা, আউট সোর্সিং প্রথা সম্পূর্ণ ভাবে বাতিল করা, সকল আউট সোর্সিং কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং প্রধানমন্ত্রীর ২০১৫ সালের ঘোষণা অনুযায়ী সকল কর্মচারীদের ব্লক পোষ্ট বাতিল করা। সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করে অভিন্ন নিয়োগ বিধি চালু করা, কর্মরত কর্মচারীদের প্রতি ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রধান করা। পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুযোগসহ গ্র্যাচুয়িটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারণ করতে হবে এবং ১৯৭৩ সালের বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত বেতন স্কেল ১ হতে ১০ গ্রেড পূর্ণ নির্ধারণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেলের ন্যায় ৪০ শতাংশ পোষ্য কোঠা সংরক্ষণ করতে হবে। পুলিশের ন্যায় রেশন ব্যবস্থা করতে হবে। নার্সদের ন্যায় পোষাকের টাকা বেতনের সাথে সমন্বয় করতে হবে। বাড়ী ভাড়া ৮০শতাংশ, চিকিৎসা ভাতা ৩ হাজার টাকা, শিক্ষা ভাতা ২ হাজার, যাতায়াত ভাতা ২ হাজার টিফিন ভাতা ১৫০০ টাকা, ধোলাই ভাতা ১ হাজার টাকা করার দাবি জানান তারা।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *