লেনিন জাফর ,মাগুরা:
মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে সোমবার এক দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।২০মে সোমবার সকাল ১০ টায় ‘মুক্ত শিক্ষাঙ্গন : রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার গুরুত্বপূর্ণ অঙ্গ’- শীর্ষক এ সেমিনারের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদের।
শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নির্মল কুমুার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী নিলয় রায়। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. অনুপম হীরা মণ্ডল, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, সাউথ ইস্ট ইউনিভার্সিটির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. শামস্ আলদীন।
শ্রীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে উপজেলার অপর ৫টি কলেজের অধ্যক্ষ, বাংলা বিষয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শ্রীপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।