সংবাদ শিরোনাম:

লঘূচাপটি ঘনিভূত হয়ে সুস্পষ্ট লঘূচাপে পরিনত, আগামীকাল হবে নিম্নচাপে

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

নয়নাভিরাম গাইন (নয়ন):

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার (২৪ মে)
বাংলাদেশ আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সেখানে বলাহয় সুস্পস্ট লঘূচাপটি আরো ঘনীভূত হতে পারে। সতর্কবার্তায় জেলেদের জন্য বলাহয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। এদিকে লঘূচাপের এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করেছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলের বিভিন্ন স্থানে বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেতে শুরুকরেছে। তবে বৃষ্টি পাত না হওয়ার কারনে প্রচুর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলাহয়েছে,সারাদেশে দিনও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অপরদিকে বাংলাদেশ বেসরকারী আবহাওয়া গবেষণা সংস্থা ওয়েদার অবজারভেশনে টিম (bwot)জানিয়েছে সুষ্পস্ট লঘূচাপটি আজ দুপুর ১২ টায় আজ দুপুর ১২ টায় মংলা সমুদ্র বন্দর থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২১০ কিলোমিটার দক্ষিণে পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর পুর্ব দিকে অগ্রসর হতেপারে। তবে এখনও পর্যন্ত সমুদ্র বন্দর ও নদী বন্দরের জন্য কোন সতর্কতা জারি করেনি আবহাওয়া অফিস।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *