সংবাদ শিরোনাম:

নেত্রকোনায় ভূমি দস্যুর কবলে নীরব এলাকার মানুষ

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান:

নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার আওতাভুক্ত ৫নং ধলামুরগাঁও ইউনিয়নের পাটা বোকা গ্রামের ভূমিধস্য গংরা এলাকার নিরীহ গরিব ও অসহায় কৃষকদের জমি দখল নিয়ে পায়তারা চালাচ্ছে, এ ব্যাপারে অসহায় কৃষক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন আমি গরিব এবং অসহায় আমার লাঠি আল বাহিনী নেই অর্থ নেই আছে সততা ও মানবতা আমার দলিলের জমি খাজনা দেওয়ার চেক আছে তা সত্ত্বেও আমার জমি জোরপূর্বক ফসল কেটে নিয়ে যেতে চাচ্ছে আমি আইনকে শ্রদ্ধা জানিয়ে বা দেখিয়ে আইনের দ্বারস্থ হই কিন্তু তারপরও তারা আমাকে এবং আমাদের পরিবারকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। আসতেছে এলাকা ঘুরে জানা যায়, মোহাম্মদ রাজ্জাক মিয়ার কথার মাঝে মিল আছে এলাকার জনগণ তাদের দাপটে সহজে মুখ খুলতে রাজি হন না। কখন কাকে কি করে বসে বলা বড় মুশকিল। আমরা সকলেই আশ্বস্ত এবং আইনের প্রতি বিশ্বস্ত আইন আব্দুর রাজ্জাককে কাগজ দেখে সঠিক বিচার পাইয়ে দিবে এলাকার ভূমিদস্যরা হলেন পরিমল নির্মল তপন ফজলু মাসুদ হাবি। ফজলু জমি বিক্রি করে পরিমলদের কাছে কিন্তু তারা ফজলুর জমিতে না গিয়ে জমি দখল করেছে। আব্দুর রাজ্জাকের এতে স্পষ্টভাবে প্রমাণ হয় যে মূল নাটের গুরু ফজলু তিনি সর্বদাই এলাকা ঝগড়া লাগিয়ে থাকেন। আইনের ভাষ্যমতে জমির কাগজ যার জমি তার কিন্তু এটা হল উল্টা অর্থ এবং শক্তি যার জমি তার। জনগণ এটা সঠিক বিচার চায়।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *