মোঃ তাইজুল ইসলাম সবুজ:
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসই) দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজ টিভি’র মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক পদে ভোরের পাতার জাওহার ইকবাল নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দিনর উৎসবমুখর পরিবেশে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে আমাদের সময়ের আলী ইমাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনির আহমদ জারিফ, কোষাধক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদী, সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে শাফায়াত হোসেন, নারী বিষয়ক সম্পাদক পদে ফারজানা নাজনীন (ফ্লোরা), কার্যনির্বাহী সদস্য পদে শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, জেসমিন জাহান, তানজিমুল নয়ন, মাশরেকা জাহান ও মোঃ আবু ইউসুফ নির্বাচিত হয়েছেন।
সাংবাদিকদের মর্যাদা পূর্ণ সংগঠনটির ১৩২১জন ভোটারের মধ্যে ৮৫৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদের মধ্যে বাতিল হয়েছে নয়টি ভোট।