নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী:
কলাপাড়ায় কু্খ্যাত দেলোয়ার’র হাতথেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বালিয়াতলী আবাসনের ভুক্তভোগী জনগনের আয়োজনে সোমবার(২০ এপ্রিল) সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী জনগনের পক্ষে নাট্যকার সজল কর্মকার লিখিত বক্তব্যে বলেন,বালিয়াতলী আবাসনে প্রধানমন্ত্রীর দেওয়া মুজিব শতবর্ষের আশ্রায়ন প্রকল্পে ৫৪ পরিবারের বসবাস। ওই আবাসনের অস্থায়ী সভাপতি নির্বাচিত করাহয় আওয়ামীলীগ নামধারী কুখ্যাত নেতা দেলোয়ারকে। সেই থেকে দেলোয়ার দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের নাম বিক্রি করে বিভিন্ন মানুষের কাছ থেকে ঘরদেওয়া সহ নানা সুবিধা দিবে বলে অর্থ আদায়করে আসছে। এছাড়াও দেলোয়ার তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিভিন্ন সময় আবসন পুকুরের মাছ ধরে নিয়ে যায়। সে বেশিরভাগ সময় গভীররাতে তার সংগীদের নিয়ে নেসাকরে আবাসনের মধ্যে উসৃঙ্খল পরিস্থিতি তৈরী করে। এছাড়াও ভুক্তভোগীরা আরও বলেন,দেলোয়ার যখনতখন মানুষের ঘরে তালালাগিয়ে হয়রানি করে। এছাড়াও তার বিরুদ্ধে ঘর বিক্রিকরে দেওয়ার অভিযোগ উঠেছে। তাই ভুক্তভোগী পরিবার গুলো কথিত আওয়ামীলীগ নেতা কুখ্যাত দেলোয়ারের হাত থেকে বাঁচতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।
অভিযুক্ত দেলোয়ার তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন,একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।