সংবাদ শিরোনাম:

উপজেলা নির্বাচন, দ্বিতীয় ধাপে ঋণগ্রস্ত প্রার্থী বেশি, কোটিপতি ১১৬

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

নিজস্ব প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী ১১৬ জন। এছাড়া প্রার্থীদের প্রতি চারজনের একজনই ঋণগ্রস্ত। পাশাপাশি ১৩ দশমিক ১৩ শতাংশ প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত।
রোববার (১৯ মে) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এ তথ্য জানায় সংস্থাটি।
টিআইবি জানায়, দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী এক হাজার ৮১১ জন। এদের মধ্যে ৪৬২ প্রার্থী ঋণগ্রস্ত, যাদের ২৩৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান ১৬৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান ৬০ জন ঋণগ্রস্ত।
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নেওয়া প্রার্থীদের ১১৬ জন এক কোটি টাকা বা তার বেশি অর্থের মালিক। এ হিসাবে মোট প্রার্থীর ৬ দশমিক ৪৫ শতাংশ কোটিপতি।
প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে টিআইবি জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীদের কারও কারও আয় গত ৫ বছরে বেড়েছে প্রায় ১১ হাজার শতাংশ। এক্ষেত্রে তাদের অস্থাবর সম্পদ বেড়েছে সাড়ে ১১ হাজার শতাংশ, স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বেড়েছে ১২ হাজার চারশ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের প্রমুখ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ২১ মে। এই ধাপে দেশের ১৫৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। এরপর তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোটগ্রহণ হবে ৫ জুন।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *