মোঃ তাইজুল ইসলাম সবুজ:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দ্বীপ আজাদকে তার জন্মদিন উপলক্ষে দেশ- বিদেশে অবস্থানরত সাংবাদিক, সহকর্মী এবং সহযোদ্ধা, বন্ধমহল, বড় ভাই, ছোট ভাই সহ শুভাকাঙ্খিদের অফুরন্ত ভালোবাসায় সিক্ত হয়ে তাদের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিক দ্বীপ আজাদের ফেসবুক পেজে এক পোষ্টে এই শুভেচ্ছা বিবৃতি প্রকাশ করেন।
মহাসচিব তার নিজ ফেসবুক পেজে স্পষ্ট ভাবে ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে লেখেন আমি আপ্লুত, অভিভূত অসংখ্য মানুষের ভালোবাসায়। টাইমলাইনে অগণিত পোস্ট, ইনবক্সে শত শত মেসেজ, অনেক ফোন আর এসএমএস। আপনাদের জন্য অবিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা। তিনি বলেন সবাইকে যদি রিপ্লাই দিতে পারতাম, খুব ভালো লাগতো, পারি নাই মাফ করে দিয়েন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ভালোবাসায় যেনো এভাবেই বেচে থাকে। এই ভালোবাসা নিয়েই তিনি বেঁচে থাকতে চান।