সংবাদ শিরোনাম:

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের দাবী আখাউড়ায় যুবদল পরিচয়ে শিক্ষকের জায়গা দখলের চেষ্টা

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবদল নেতা পরিচয়ে এক শিক্ষক পরিবারের জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার। মঙ্গলবার সকালে পৌরশহরের মালদারপাড়ায় প্রয়াত শিক্ষক আব্দুল আওয়ালের ছেলে প্রকৌশলী মোঃ রিয়াজুুল ইসলাম আসিফ এ সংবাদ সম্মেলন করেন। এসময় তার মা সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক রীনা বেগম, তার স্ত্রী ও ভাড়াটিয়া উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মোঃ রিয়াজুুল ইসলাম আসিফ অভিযোগ করে বলেন, আমি চাকুরী সূত্রে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকি। বাড়িতে আমার মা একা থাকেন। আমার পার্শবর্তী বাড়ির বাসিন্দা শিমুল ভূইয়ার সাথে আমাদের দখলীয় ১.৩১ শতক ভূমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। বিরোধের জের ধরে আমাদের পরিবারের শিমুল ভূইয়া ক্ষিপ্ত। নানা সময়ে আমাদের সাথে খারাপ আচরণ করে আসছে। ৫ আগষ্ট সরকার পতনের পর শিমুল ভূইয়া নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে লোকজন নিয়ে আমার বাড়ি ভাংচুর করে এবং আমার বাড়ি দখল করার চেষ্টা করে। বাসার গেইট, দরজা, মূল্যবান জিনিসপত্রসহ সীমানা প্রাচীর ভেংগে ইট লুট করে নিয়ে যায়। আমার ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে গালাগাল করে।
সেনাবাহিনী এবং থানায় অভিযোগ দিলে পুলিশ এবং সেনাবাহিনীর টিম পরিদর্শনে আসলে শিমুল ভূইয়া তাদেরকে দালাল পুলিশ বলে হৈ চৈ করলে পুলিশ চলে যায় ।
বিষয়টি আমি সামাজিক ভাবে সমাধানের জন্য দীর্ঘ দিন চেষ্টা করেছি। কিন্তু তারা শান্তিপূর্ণ সমাধান চায় না। তারা আমার জমি জোর করে দখল করে নিয়ে যাবে অথবা আমাকে মেরে ফেলবে। যুবদলের দলের নাম ব্যাবহার করা শিমুল ভূইয়া একা নয় তারা একটি ভূমিদস্যু সংঘবদ্ধ চক্র। এ অবস্থায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি বিএনপি এবং সরকারের কাছে ন্যায় বিচার চাই।
এ ব্যপারে জানতে চাইলে অভিযুক্ত শিমুল ভূইয়া বলেন, বিএস মূলে এই জায়গার মালিকানা আমাদের। তাদের সাথে মামলা চলমান আছে। হুমকি দেওয়ার তথ্য সঠিক নয়।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *