আইনুল নাঈম,নকলা:
নকলা উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আমজাদ আলীর পুত্র উজ্জ্বল মিয়া (৪০) বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ছয়ঘন্টা পর ফুলপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
মৃত উজ্জ্বল মিয়ার শশুরবাড়ি নকলা এবং ফুলপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা চিকনা গ্রামে। উজ্জ্বল মিয়া গত ০৬ অক্টোবর রবিবার সকাল ৯ টায় শশুর বাড়ীতে বন্যার পানি উঠার খবর পয়ে শশুর বাড়ীর লোকজন সহ আসবাবপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে আনার উদ্দেশ্য চিকনা গ্রামে গিয়ে নৌকা করে মালামাল নিয়ে আসার সময় শাশুড়ী উম্মে কুলসুম বেগম (৬০) কে পানির স্রোত থেকে বাচাতে গিয়ে ১১ টার দিকে স্রোতের কবলে পরে নিখোঁজ হয়। স্থানীরা মিলে অনেক খোজাখুজির পর উজ্জ্বল মিয়াকে না পেয়ে ফুলপুরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তাদের একটি ডুবুরি দল এসে প্রায় ৩০ মিনিট খোজাখুজির পর ১০০ মিটার দুরে এক ধান ক্ষেত থেকে উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এক মেয়ে জিমিয়া আক্তার (৮) এবং স্ত্রী মল্লিকা বেগমের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন ।
বন্যার পানিতে ডুবে মৃত্যু হওয়ায় উজ্জ্বল মিয়ার পরিবারটি এখন দিশেহারা হয়ে পরছেন।