সংবাদ শিরোনাম:

শরীয়তপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

শাহাজাদী সুলতানা :

সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের আয়না স্বরূপ। তারা সমাজের অন্যায়, অপরাধ, অসংগতি জাতির সামনে তুলে ধরেন। এছাড়া সাংবাদিক এবং পুলিশ হচ্ছেন একে অপরের পরিপূরক। সাংবাদিকদের ছোট্ট একটি তথ্যের মাধ্যমে অনেক সময় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাই সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব না।
সোমবার (৩০) সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলায় নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামের যোগদান উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে এ শুভেচ্ছা মতবিনিময় সভা আয়োজন করা হয়। প্রথমে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর তিনি সাংবাদিকদের মতামত জানতে চান।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, আরটিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদার, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি খলিলুর রহমান, নয় দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাশার, যুগান্তরের জেলা প্রতিনিধি রায়হান কবির সোহেল, নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী মনির, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুল আলম, এস.এ টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী নাসির, ভোরের পাতার জেলা প্রতিনিধি জামাল মল্লিক, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রুমান আকন্দ, বার্তা বাজারের জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় প্রমূখ। শেষে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার শতাধিক প্রতিনিধি।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *