সংবাদ শিরোনাম:

রাজনৈতিক প্রতিহিংসা ও জুলুমের শিকারঃ বাদল মন্ডল

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর ভাংনাহাটি এলাকার হাফিজ উদ্দিন মন্ডলের ছেলে বাদল মন্ডল সবসময় মানুষের পাশে থেকেই কাজ করে গেছেন তবুও তাকে প্রতিহিংসার শিকার হতে হলো।
তিনি বলেন, ৫ আগষ্টের পরে আমার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তা ভিত্তিহীন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগের প্রতিটি উত্তর আমার কাছে আছে। গত শ্রীপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যে অভিযোগ তারা করে আসছে তার পিছনের খবর কেউ জানেনা।
পিছনের সব তথ্য তুলে ধরে অভিযোগের কারন জানিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
মোঃ বাদল মন্ডল বলেন, যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা আমার সঙ্গে বসুন, আলোচনা করুন। আমি আমার বিতরের কথাগুলো বলতে চাই। আমার নামে সঠিক অভিযোগ থাকলে তা মাথা পেতে নেব। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আওয়ামী লীগের নেতারা আমাকে ও আমার পরিবার কে জিম্মি করে আমাকে তাদের নির্বাচনে কাজ করিয়েছে তা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বলেছেন যে বি এন পির লোকেরাও আমাদের সাথে আছে যারা বি এন পির রাজনৈতি করে তারা যেন আওয়ামী লীগের নেতা জামিল হাসান দুর্যয়কে ভোট দিয়ে জয় যুক্ত করে।
তারা আমার নামে মামলা দিয়েছে মামলার নাম্বার ২৬(১০)২৩ যাতে আসামী আমি সহ আরো ২১ জন। যার ধারা ছিলো ১৪৩/৩৪১/৩২৩/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮সালের বিস্ফোরণ দ্রব্য আইন এর ৩/৪/৬ আমি বি এন পি র রাজনীতি করি বলে বিগত ২৬/১০/২৩ তারিখে মামলা খেতে হয়েছে যা শ্রীপুরের সকল নেতারা অবগত আছে।
আওয়ামী লীগ আমার নামে নতুন মামলা দিয়ে আমাকে ভয় ভীতি দেখিয়ে তাদের নির্বাচনে কাজ করার জন্য চাপ প্রয়োগ করেন।
আমি আমার ব্যবসা ও পরিবারের দিকে তাকিয়ে নির্বাচনে কাজ করতে বাধ্য হয়েছি। তবুও আমার বিশ্বাস যে আমার বি এন পির নেতারা আমাকে কখনো ভুল বুঝবেনা।
আমি স্কুল জীবন থেকে বি এন পির রাজনীতির সাথে জড়িত। বি এন পি আমার রক্তের সাথে মিশে আছে, সেই দলের সাথে আমি ও আমার পরিবার কখনো বিশ্বাস ঘাতকতা করতে পারবোনা।
বিগত ৫ আগষ্টে নতুন স্বাধীনতা আসার পরে আমার কয়েকটি নির্বাচনের ছবি ফেসবুকে দিয়ে আমার প্রতি বি এন পির নেতাদের উসকিয়ে দিয়ে ৬ তারিখে আমার বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এতে আমার জান মালের ক্ষয় ক্ষতির হয়ে গেছে। এ বিষয়ে এলাকাবাসী অবগত আছেন।
আমি বি এন পির যে যে সংগঠনে ছিলাম ৪ নং ওর্য়াড ছাত্রদলের কমিটিতে ছিলাম ২০০৩। শ্রীপুর পৌর ছাত্রদলের কমিটিতে ছিলাম ২০০৪। আমি বি এন পি র একজন নিবেদিত প্রাণ আমাকে আমার দল কখনোই বুলে যাবেনা।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *