মোঃ কবির হোসেন:
রাগের মাথায় পানির বোতল গায়ে ছুঁড়ে মারায় ছেলেটিকে হত্যা করে ঘাতক আরিফ। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ৬ বছরের শিশু হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি হলেন, পাবনার সুজানগর উপজেলার ভাতশালা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৯)। নিহত শিশু গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার মজিবুর রহমান খান এর ভাড়াটিয়া খালেদ মাহমুদ রাসেলের ছেলে বায়েজিদ হোসেন( ৬)। নিহত বায়েজিদ বাবা মায়ের সাথে ভাড়া বাসায়ই থাকতেন। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন বলেন, গাজীপুর সিটি করপোরেশনের হরিণাচালা এলাকায় গত সোমবার শিশু বায়েজিদকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির সিঁড়ির নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনার পর থেকে একই বাড়ির পাশের ঘরের ভাড়াটিয়ে আরিফুল ইসলাম। তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার দুপুরে টঙ্গী বিসিক শিল্প নগরী এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি জানান, নিহত শিশু ও গ্রেপ্তারকৃত আরিফুল একই বাসায় ভাড়া থাকতেন। রাগের মাথায় শ্বাসরোধ্য হত্যা করে। পরে লাশ পলিথিনে ভরে লুকিয়ে রেখে পালিয়ে যায়। তিনি আরো বলেন, ঘাতক আরিফ একাধিক মামলার আসামি। এর আগে গত শনিবার বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশু বায়েজিদ হোসেন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় নিহতের পিতা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজের দুইদিন পর সোমবার ভোরে তাদের বাড়ির সিঁড়ি থেকে শিশু বায়েজিদের লাশ উদ্ধার করে পুলিশ। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফ উদ্দিন বলেন এ ব্যাপারে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে।