শাহাজাদী সুলতানা প্রতিনিধি জাজিরা (শরীয়তপুর):
মা ইলিশ সংরক্ষণ করতে সরকার পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। মা ইলিশ সংরক্ষণ করতে শরীয়তপুরে প্রশাসনের যৌথ সভায় আরো কঠোর অবস্থান গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা জানান, এবছর মা ইলিশ সংরক্ষণে সরকার নিষিদ্ধ ঘোষিত সময়ে এখনও পর্যন্ত নদীতে কোনো জেলে মাছ ধরার উদ্দেশ্য নামতে পারেনি। জেলা প্রশাসন, মৎস বিভাগ, পুলিশ ও নৌ পুলিশের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত সফল ভাবেই সংরক্ষণ করা হয়েছে ইলিশ। আগামি ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, মৎস বিভাগ ও পুলিশ প্রশাসন আরো কঠোর অবস্থান নিশ্চিত করার জন্য সভায় উপস্থিত সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় এবছর নৌ পুলিশের ভূমিকা প্রশংসনীয়। মা ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সহযোগিতা করা হবে। নৌ পুলিশের পর্যাপ্ত জনবল রয়েছে, যে কোনো মূল্যে মা ইলিশকে রক্ষা করতে হবে। সভাপতির বক্তব্যে শরীয়তপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন বলেন, নদী পথে মা ইলিশ রক্ষায় প্রশাসনকে বিভিন্ন দিক থেকে বেগ পেতে হয়। এবছর এখন পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ করার অভিযান সফল ভাবে করতে পেরেছে প্রশাসন। মৎস বিভাগ, নৌ পুলিশ ও পুলিশের সমন্বয়ে যৌথভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করলে সফলভাবে মা ইলিশ সংরক্ষণ করা যাবে। সকলে যৌথভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করবেন।
সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, মৎস বিভাগের প্রধান কর্মকর্তা মো. হাদিউজ্জামানসহ অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস কর্মকর্তা প্রমুখ।