সংবাদ শিরোনাম:

ময়মনসিংহের নান্দাইল পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা বাড়িতে ভাঙচুর আহত ১০

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়ায়, পূর্ব শত্রুতার জেরে জমি জমা নিয়ে বিরোধে গত ১৪/১১/২৪ বৃহস্পতিবার বিকালে। আসামী১/ বাচ্চু মিয়া (৫৫), ২/ বাসেদ মিয়া (৩৩),৩/ জুয়েল (২৮) উভয় পিতা সাহেদ আলী, ৪/ সাহেদ আলী (৫৫) ৫/বকুল মিয়া (৫৩), উভয়পিতা মোয়াজ্জেম হোসেন সূরুজ, ৬/ মোত্তাকিন (২৮) ৭/ কাইয়ুম (২০) উভয় পিতা বাচ্চু মিয়া। ৮/ শরিফ (৩৫) ৯/ রাজন (২৫) উভয় পিতা, জিন্না মিয়া। ১০/ নজরুল (৫৫) পিতা মগল হোসেন, ১১/ শওকত (৩৬) ১২/ সুজন (৩২) উভয় পিতা বকুল মিয়া। ১৩/ রফিক ৫২ পিতা সিদ্দু মিয়া,১৪/ মারফত (৩৮), পিতা আসন আলী, ১৫/ জুনায়েদ (২৫) পিতা ফরজু মিয়া, সর্বসাং রাজাবাড়িয়া, ইউনিয়ন, শেরপুর, থানা নান্দাইল, জেলা,ময়মনসিংহ। আসামি গণ পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, লাঠিসোটা, নিয়ে গুরুতর আহত শিল্পীর বাসা বাড়িতে হামলা চালায়।
তিন জনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে আহত শিল্পীর মূখের বাম পাশের গালের মাংস ঝুলে যায়, নয়ন মিয়ার মাথায় পায়ের হাটুতে লোহার রড দিয়ে আঘাত করে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এর মধ্যে তিন গুরুতরভাবে আহত হন তিনজন। শিল্পী আক্তার , নয়ন মিয়া,রিপন মিয়া, শিল্পী, নয়ন মিয়ার অবস্থা আশংকাজনক। এলাকাবাসীর সূত্রে জানা যায় ১ নং দুই নং তিন নং আসামিরা চুরি/ ডাকাতি /মাদক সহ বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত । মোঃ হলুদ মিয়া বাদী হয়ে নান্দাইল থানায় একটি মামলা করেন।
মামলা নং ১২(১১) ২০২৪, জিআর ২৮৯/২৪, ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/১১৪/৫০৫/৩৪৭/ নং আসামি কাইয়ুম আটক হয়, বর্তমানে ১৩ জন আসামি জামিনে আছেন।
বাকি দুই জন আসামি বাসেদ মিয়া, মোত্তাকিন পলাতক রয়েছে নান্দাইল থানার অফিসার ইনচার্জ বলেন, মহামান্য আদালত থেকে ১৩ জন জামিনে আছে।
৭/ নং আসামি কাইয়ুম কে গ্রেফতার করেছি আরো দুইজন ২ / নং আসামি বাসেদ,৬/ আসামি মোত্তাকিন কে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, বাদীকে হুমকির বিষয়ে থানায় জিডি করতে বলেন, আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহন করবো ।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *