সংবাদ শিরোনাম:

ময়মনসিংহের গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোঃ নাজমুল হক:

৯ সেপ্টেম্বর সোমবার বেলা এগারোটায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে ময়মনসিংহে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম। এ ছাড়া সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,সরকার নিবন্ধিত ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের মুখ্য সমন্বয়ক, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার নির্বাহী সম্পাদক স্বাধীন চৌধুরী,সাংবাদিক শামসুল আলম খান,সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক নজরুল ইসলাম,সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক হোসাইন শাহিদ,সাংবাদিক শিবলী সাদিক খান প্রমুখ।
মতবিনিময় সভায় ডিআইজি বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দীর্ঘদিনের পুঞ্জিভূত অসাম্যের ফসল। সময় এসেছে ঘুরে দাঁড়াবার। পুলিশকে জাগিয়ে তুলতে হবে। গণমাধ্যমকর্মীদের সহযোগিতার হাত বাড়াতে হবে। ঐতিহাসিক দায় আমাদের পূরণ করতে হবে।পুলিশ আর বাদী হয়ে মামলা করবে না। জনগণ বাদী হয়ে মামলা করবে।সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় খেয়াল রাখা হবে।যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক সমাজ সমাজের প্রয়োজনে যথাযথ দায়িত্ব পালন করবেন- এ প্রত্যাশা করছি। ডিআইজি সাংবাদিকদের নিশ্চয়তা প্রদান করে বলেন,জনগণের সকল প্রয়োজনে, আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোত চেষ্টা করবো।দেশের বিরাজমান পরিস্থিতিতে পুলিশের ট্রমা কাটিয়ে তুলতে চেষ্টা করছি।খুব শীঘ্র সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। আমাদের কাজে কোন ব্যত্যয় ঘটলে জানাবেন, আমরা তা শুধরে নিয়ে কাজ করবো। তিনি সাংবাদিক সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, কলমের শক্তিকে ইতিবাচকভাবে সর্বোচ্চ ব্যবহার করবেন। বিবেকের দায়বদ্ধতা নিয়ে কাজ করলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাবে। প্রত্যাশার নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছি আমরা। সবাই মিলে সে স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিতে হবে। জেলা পুলিশ সুপার সাংবাদিক ও জনমানুষের সাথে যথাযথভাবে পুলিশের দায়িত্ব পালনের মাধ্যমে ভূমিকা রাখতে বদ্ধপরিকর বলে জানান।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশের কাছ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও মানবিকতা প্রত্যাশা করেন। সাধারণ মানুষ বা কোনো সাংবাদিককে অহেতুক হয়রানি থেকে সতর্কতা অবলম্বন করতে বলেন। পুলিশকে নতুন পুলিশ অর্থাৎ জনবান্ধব পুলিশ হবার আহবান জানান। পুলিশ-সাংবাদিকের নৈতিক ও দায়িত্বশীল সম্পর্ক অটুট রাখার কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *