ফিরোজ আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার
বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে জসিম উদ্দিন নামে এক কর্মকতার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত চার বছর ধরে এই অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ী পটুয়াখালীর বাউফলে সূর্যমনি ইউনিয়নের নুরআইনপুরে সেকান্দর আলী খানের ছেলে ।
রোববার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূমি অফিসের তিনতলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী নিখিল জানান, রাত ৮টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসতে বলেন সার্ভেয়ার জসীম। খাবার নিয়ে আসার পর ওই কর্মকর্তার কক্ষের দরোজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এসময় দরোজা খুলতে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরে তারা সেখানে গিয়ে পুলিশকে খবর দেযন। পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।