আইনুল নাঈম, নকলা প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি মুখ মুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৩ জন যাত্রী।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার উপজেলা ৪ নং গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – নেত্রকোনার উপজেলার লাউদানার তোফাজ্জল হোসেন কন্যা তায়েবা (১০) শেরপুরের সদরের পলাশিয়া গ্রামে তাজেন মিয়া (১৫) পিতা সুলতানা মিয়া, ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের আলাল উদ্দিন (৩৫) পিতা আবুল আবুল কাশেম ,একই উপজেলার সাবিনা বেগম (২০) স্বামী রাজু মিয়া।
এতথ্য নিশ্চিত করেন নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দেশ বার্তাকে দেওয়া এক সাক্ষাৎ করে জানান ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে বলে জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১ টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা সিএনজি নেত্রকোনার উদ্দেশ্যে য়াওয়ার পথে ও ফুলপুর থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দুই জন।
এ ঘটনায় আরও তিন জন আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাদের অবস্থায়ও অসংখ্যজনক ।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।