সংবাদ শিরোনাম:

পটুয়াখালী ধুলাসার ইউনিয়নে মাফিয়া সিন্ডেকেট ভাঙতে হবে

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

কামরুজ্জামান (রিপন), স্টাফ রিপোর্টার ৷

দেশের মানুষকে কষ্টে রেখে কোনো মাফিয়া স্বৈরাচারী শক্তি উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার ধুলাসার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃরাশিদ উদ্দিন সহ সকল নেতাকর্মীরা ৷
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়ার পর থেকে প্রায় প্রতিদিনই সংবাদপত্রে তাঁর শাসনামলের লুটপাট, অনিয়ম, দুর্নীতির কোনো না কোনো খবর প্রকাশিত হচ্ছে।

কলাপাড়ার প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাধারণ মানুষের জনদুর্ভোগ কমাতে না পারলে, পুনঃরায় পলাতক স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।
সাবেক মাফিয়া সরকারের অনেক নেতাকর্মী অনেকের সম্পত্তি জবরদখল করেছিল। জবরদখলকারীদের কাছ থেকে সেসব উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রিয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী জেলার কৃতি সন্তান আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন , দলের নেতাকর্মীদের জানান, গত শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তরুন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন,
গরিব দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু, দেশনায়ক তারেক রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন।

কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবি এম মোশাররফ হোসেন দেশ সংস্কার উদ্দেশ্যে জানান,
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে বাস্তব ও কঠোর পদক্ষেপ নিতে হবে। মাফিয়া সিন্ডেকেট ভাঙতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়াতে হবে।

ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া বলেন, রাষ্ট্র ও নাগরিক নিজ নিজ দায়িত্ব পালন করলেই সফল রাষ্ট্র তৈরিতে সফলতা মিলবে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *