সংবাদ শিরোনাম:

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি সদস্য

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

শাহাজাদী সুলতানা প্রতিনিধি জাজিরা (শরীয়তপুর)।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধেই পূজা মণ্ডপের সকল ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে। তবে দু-একটি মণ্ডপে চলছে আলোকসজ্জা ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। সব মিলিয়ে খুশির আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায় পাড়ায়।

অন্যান্য জেলার ন্যায় শরীয়তপুরে ছয়টি উপজেলার ১০২ টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে এ উৎসব। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি সদস্য। এদের মধ্যে পিসি ২৮ জন এপিসি ১০২ জন পুরুষ ভিডিপির সদস্য ৩৩৪ জন মহিলা ২০৪ জন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিকনির্দেশনায় (৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ছয়টি উপজেলার ১০২ টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ২৮ টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ ৩০ টি ও সাধারণ ৪৪ টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি আরো জানান, শরীয়তপুর জেলায় যেকোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন । সকল  উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন পূজা শান্তি পূর্ণ ও আনন্দ উৎসবে পালন করা হবে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *