শুক্রবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি | ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
শুক্রবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি | ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে লিটন

Facebook
Twitter
LinkedIn

ক্রীড়া ডেস্ক :

আগামীকাল রোববার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ শেষে হয়েছে অনেকই আগেই।
গত ১১ নভেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়।
বিশ্বকাপ শেষে দেশে ফিরেই প্রথম সন্তানের বাবা হন লিটন। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় তিনি ২৮ নভেম্বর সিলেট আর ৬ ডিসেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার সংবাদমাধ্যমকে বিসিবির এই পরিচালক বলেন, ‘লিটন এক মাসের ছুটি চেয়েছে। এই সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটা টেস্ট আছে, আসন্ন দুই টেস্টের সিরিজে সে খেলবে না। সে চায় এই এক মাস পুরোপুরি তার পরিবারকে সময় দিতে। আমরা বলেছি ঠিক আছে।’
জালাল ইউনুস আরও বলেন, ‘আমরা লিটনকে বলেছিলাম তুমি প্রথম টেস্ট না খেললেও দ্বিতীয় টেস্টটা খেলো। সে বলেছে এক মাস সদ্য জন্ম নেওয়া সন্তান এবং তার স্ত্রীকে সময় দিতে চায়। বারবার যখন বলছিল, তখন আমরা বলেছি ঠিক আছে। আজকেই সিদ্ধান্ত হয়েছে, ওকে আমরা অনুমতি দিয়ে দেব।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল ৯.২৭ মিনিটে কন্যা সন্তানের বাবা হয়েছেন লিটন।

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিন