রিফাত আলী:
শেখ হাসিনার পদত্যাগের পর দেওয়ানগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নে কিছু সুযোগ সন্ধানী ব্যাক্তি বিএনপি নেতা পরিচয় দিয়ে হামলা নাশকতা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এসব অনাকাঙ্খিত ঘটনা বন্ধ করতে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে গত ৬ আগষ্ট নাশকতা বিরোধী ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে ।
কমিটিতে আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাবিব পলিন, সদস্য মীর আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, যুগ্ন আহ্বায়ক আলাউদ্দিন আল-মামুন, পৌর যুব দলের সদস্য সচিব ফারুক আহমেদ।
কমিটির নেতারা অন্যান্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীবকে নিয়ে উপজেলার প্রতিটি হাট বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাহস যুগিয়ে আসছেন ।