রাফি, কালিয়াকৈর প্রতিনিধি:
“গাজীপুরের কোনাবাড়ি মহানগরের জট ট্যাগ এলাকায় বাস করেন নয়ন আলী। বয়সের ভারে ন্যুব্জ হলেও, তার প্রাণচাঞ্চল্য এখনো অটুট। নয়ন আলীর সংসার যেন এক বিরাট বটগাছের মতো—শতাধিক সদস্য নিয়ে আনন্দে ভরপুর। নয়নের বর্তমান বয়স ১১০ বছরের উপরে হবে বলে দাবি করছে তার পরিবার। দীর্ঘ অসুস্থতার পরও নয়ন আলী চশমা ছাড়াই অল্প অল্প দেখতে পান, মাঝে মাঝে হাসিমুখে কিছু কথা বলেন। পরিবার তাকে ঘিরে থাকে, আর তার সন্তানেরা নিজেদের কর্মজীবনে সফল হলেও, তারা সবার মাঝে নয়ন আলীর সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়।”
নয়ন আলীর নাতি “আমরা সকলেই নিজ নিজ কর্মস্থলে কাজ করছি। তবে বাড়ি আসার পর আমাদের সবচেয়ে আনন্দ হয় বাবার সাথে সময় কাটাতে। এত বড় পরিবার হলেও আমরা সবাই মিলে একসাথে থাকি।”
“আগের মতো খেতে পারেন না, ঘুমও হয় না তেমন। মাঝরাতে উঠে বসে থাকেন। তবে আমাদের ঘরের সবাই উনার জন্য খুব যত্ন নেয়। একসময় আমাদের প্রচুর জমি ছিল, উনি তো কৃষিকাজে খুব ভালো ছিলেন। সেই সময় ফসলেই সংসার চলতো।”
বক্স পোপ: নয়ন আলীর পুত্রবধূ “নয়ন আলীর প্রথম স্ত্রীর সংসার টিকিয়ে রাখতে এবং গৃহস্থালির ভার সামলাতে তিনি আরো দু’বার বিয়ে করেন। তিন স্ত্রীর ঘরে তার ১৬ জন সন্তান, এবং বর্তমানে এই বিশাল পরিবারে প্রায় দুই শতাধিক সদস্য রয়েছে। সবাই মিলে এখনো ভালোবাসায় জড়িয়ে আছে।”
পে অফ: “নয়ন আলীর সংসার শুধু বয়সের ভার নয়, বরং ভালোবাসা আর আন্তরিকতার আলোয় আলোকিত। শত কষ্টের মাঝেও নয়ন আলীর পরিবার তাকে ঘিরে আনন্দের সাগরে ভাসছে।”