আইনুল নাঈম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলায় আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ সেপ্টেম্বর, রোববার। শেরপুরের নকলায় জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে নকলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়, পরে মহান জাতীয় সংসদের সাবেক হুইপ প্রয়াত বিএনপি নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দলীয় কার্যালয় থেকে র্যালি বের করা হয়, র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এসে শেষ হয়।এর আগে গত ২১ আগস্ট দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ।
দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ ইতোমধ্যে বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে
র্যালি পরবর্তী সময়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম ,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলাল,সহ নকলা উপজেলার ছাত্রদল, যুবদল,কৃষকদল, শ্রমিকদল, এবং বিএনপির সর্বোস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।