মোঃ শফিকুলইসলাম(আখাউড়া প্রতিনিধি):
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির তিন সংগঠন। বিকাল ৩ টার দিকে আখাউড়া স্হল বন্দর এলাকয় বাংলাদেশের সকল জেলার মানুষ জমায়েতে হয়ে ভারত অগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচী শুরু হয়।
লংমার্চে যোগ দিতে সকাল থেকেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আখাউড়া চেকপোস্ট জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
পরিকল্পনা অনুযায়ী, লংমার্চ করে আখাউড়া স্থলবন্দর এসে এক সমাবেশ করা হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাপনী সমাবেশ করে শেষ হয়েছে কর্মসূচি।
লং মার্চ শেষের আগে আখাউড়া সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির বাংলাদেশের যুবদলের সভাপতি বলেন- যারা বাংলাদেশ পতাকায় আগুন দেয়, বাংলাদেশের হাইকমিশনার ভাংচুর করে, এবং ফেলানির মত লাশ ফেলাই। তাদের প্রতিহত করবে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা।
এ সময় সমাবেশে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপ্রতি,বাংলাদেশ ছাএদলের সভাপ্রতি ও আখাউড়া কসবার আসনের সম্ভাব্য এম পি প্রার্থী মোঃ কবির আহাম্মেদ ভুঞা প্রমূখ্য।
এর আগে, গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন, যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন দল।