মোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী জেলা প্রতিনিধি:
জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন সেন্টার পরিচালনা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিকালে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্মপাল ইউনিয়ন সভাপতি নাজমুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে ইউনিয়নটির বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত নির্বাচন সেন্টার পরিচালনা পরিষদ কমিটিতে ইউনিয়ন পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার, সচিব নাজমুল হুদা, সহসচিব ওবায়দুল ইসলাম, প্রধান পুলিং রশিদুল ইসলাম, যুব সভাপতি উৎসব ইসলাম, শ্রমিক সভাপতি লতিফুল খবির লায়ন, ওলামা সভাপতি আকবার আলী, পেশাজীবি সভাপতি মনিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি নেয়ামত আলীসহ ইউনিট কমিটি গঠন করা হয়। পরে সর্বসম্মতিক্রমে নবগঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি কমিটি গৃহিত হয়।