পলাশ বর্মন, কালিয়াকৈর:
গাজীপুর কালিয়াকৈর সাব্বির হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সফিপুর এলাকায় সাব্বিরের পরিবার ও স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। তারা দ্রুত হত্যাকারীদের শাস্তির দাবি জানান।
জানা যায়, ৯ সেপ্টেম্বর রাতে বন্ধু রাকিব ও সাকিব সাব্বিরকে কৌশলে বাসায় ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে তার মরদেহ দশতলা ভবন থেকে ফেলে দেওয়া হয়। পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার কার্যকরের আহ্বান জানান। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।