মোঃ শফিকুল ইসলাম:
৩/০৯/২০২৪ইং মঙ্গলবার সকাল ১১ টায় সড়ক বাজার রেল ষ্টেশন চত্বরে একটি মানব বন্ধন করে আখাউড়া বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা কসবা-আখাউড়ায় কোনো মিটিং-মিছিল করতে পারিনি। আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। এ অবৈধ মন্ত্রীর ও তার সহচর তকজিল খলিফা কাজলের কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। এই আনিসুল হক গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুশির পথ চলা। আমরা স্বৈরাচার সরকারের সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক ও তার সহচর খলিফা সাম্রাজ্য কাজল নামে পরিচিত এর শাস্তি দাবি ও ফাঁসি চাই এসময়ে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএন পির সভাপতি জয়নাল আবেদিন আবদু,সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম,পৌর বি, এন, পির সভাপতি, সেলিম ভুঞা,, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক সানি খান- প্রমুখ।সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগ নেতা কাজলের নির্দেশে ২০১৪ সালে উপজেলা নির্বাচনের দিন তারাগন ভোটকেন্দ্রে পৌর যুবদলের সহ সভাপতি হাদিস মিয়াকে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ আমলে আখাউড়ায় ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করেছে। তারা জনগণের জানমাল লুটপাট, জায়গা জমি দখল করে কোটি কোটি টাকা কামিয়েছে।
মানবন্ধনে উপজেলার মনিয়ন্দ গ্রামের নিহত রহিজ মিয়ার স্ত্রী খাদিজা ও তার ছেলে অভিযোগ করেন আনিসুল হকের নির্দেশে সাদা পোষাকে রহিজ মিয়াকে ধরে নিয়ে ক্রয় ফায়ার দিয়ে হত্যা করে। রহিজ হত্যার বিচার চান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. আক্তার হোসেন খান।